কওমী মাদরাসা বোর্ড হবিগঞ্জ-এর ১২তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
আজ ১৯ রমযান ১৪৪৫ হিজরী শনিবার (৩০ মার্চ) দুপুর ১২ টায় বোর্ডের কার্যালয় মাদরাসায়ে নূরে মদীনা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জে ১২তম কেন্দ্রীয় পরীক্ষা- ১৪৪৫ হিজরী, ২০২৪ ঈসায়ীর প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছে। বোর্ডের সভাপতি আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী (দা. বা.) ও বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা আবু সালেহ সা‘দী সাহেবদ্বয়ের হাতে পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আব্দুল বছির, কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল তুলে দেন।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন- মাদরাসায়ে নূরে মদীনার শায়েস্তাগঞ্জের সাবেক শিক্ষা সচিব- মাওলানা ফয়জুর রহমান, বর্তমান শিক্ষা সচিব- মাওলানা জয়নুল আবেদীন, বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সদস্য- খন্দকার মাওলানা আল-আমীন পঞ্চাশী এবং মাদরাসার সিনিয়র শিক্ষক- মাওলানা যাকারিয়া আহমদ।
এ বছর প্রকাশিত ফলাফলে বোর্ডের মোট গড় পাসের হার ৮৩.৪৯%।
ছফফে ছামিন (৮ম শ্রেণী) মারহালায় গড় পাসের হার- ৮০.৭৫% ছফফে ছাদিছ (৬ষ্ঠ শ্রেণী) মারহালায় গড় পাসের হার- ৮২.০৭%, ছফফে খামিছ (৫ম শ্রেণী) মারহালায় গড় পাসের হার- ৬৭.৮৯%, হিফজুল কুরআন তাকমীল মারহালায় গড় পাসের হার- ৯৮.২৭%, হিফজুল কুরআন দ্বিতীয়ার্ধ মারহালায় গড় পাসের হার- ৯৮.৩৭%, হিফজুল কুরআন প্রথমার্ধ মারহালায় গড় পাসের হার- ৯২.৯৫%।
উল্লেখ্য যে, কওমী মাদরাসা বোর্ড হবিগঞ্জ-এর ১২তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ফলাফল দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন:
result.kowmimbh.com