বোর্ডের ১১তম কেন্দ্রীয় পরীক্ষা শুরু আজ

বোর্ডের ১১তম কেন্দ্রীয় পরীক্ষা শুরু আজ

আজ শনিবার থেকে শুরু হচ্ছে কওমী মাদরাসা বোর্ড হবিগঞ্জের ১১তম কেন্দ্রীয় পরীক্ষা। পরীক্ষায় জেলার ১১৮ টি মাদরাসা থেকে ২০ টি কেন্দ্রে ১ হাজার ৫৮৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

কেন্দ্রগুলো হলো- মাদরাসায়ে নূরে মদীনা শায়েস্তাগঞ্জ, জামিয়া সাদিয়া রায়ধর হবিগঞ্জ, জামিয়া মাহমুদিয়া হামিদনগর বাহুবল, জামিয়া ইসলামিয়া আরাবিয়া ইমামবাড়ী নবীগঞ্জ, আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল কোরআন বানিয়াচং, জামিয়া কাসিমুল উলুম বাহুবল, সিংহগ্রাম ইয়াছিনিয়া ইসলামিয়া মাদরাসা লাখাই, মুযাহিরুল উলুম মাদরাসা ইসলামাবাদ নবীগঞ্জ, দারুস্ সালাম ইসলামিয়া আরাবিয়া মাদরাসা দোয়াখানি বানিয়াচং, পুটিজুরী ইসলামিয়া আরাবিয়া মাদরাসা বাহুবল, জামিয়া শহিদিয়া মাদরাসা পুরানগাঁও নবীগঞ্জ, হবিগঞ্জ জান্নাতুল মাওয়া মহিলা মাদরাসা, ভাদিকারা উম্মে কুলসুম মহিলা মাদরাসা লাখাই, তা’লীমুন্নিসা (মহিলা) মাদরাসা হবিগঞ্জ, সাউতুল কুরআন মহিলা মাদরাসা শায়েস্তাগঞ্জ, খাদিজাতুল কোবরা রা. মহিলা মাদরাসা নবীগঞ্জ, হামিদনগর হযরত উম্মে সালমা রা. বালিকা মাদরাসা বাহুবল, তাহযিবুল উম্মাহ মহিলা মাদরাসা ইমামবাড়ি নবীগঞ্জ, সুফিয়া জান্নাত আদর্শ মহিলা মাদরাসা, হবিগঞ্জ, বানিয়াচং সাওতুল হেরা মহিলা মাদ্রাসা, বড়বাজার, বানিয়াচং। উল্লেখিত কেন্দ্রসমূহে অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর সফলতা, সুষ্টু ও সুন্দরভাবে পরীক্ষা সম্পাদনের জন্য সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা এবং দোয়া কামনা করেছেন কওমী মাদরাসা বোর্ড হবিগঞ্জের সাধারণ সম্পাদক মাওলানা আবু সালেহ সাদী ও পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আব্দুল বছির।

arrow_upward