১৩তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে

১৩তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে

কওমী মাদরাসা বোর্ড হবিগঞ্জ-এর ১৩তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

আজ ১৯ রমযান ১৪৪৬ হিজরী বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর ১২ টায় বোর্ডের কার্যালয় জামিয়া নূরে মদীনা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জে ১৩তম কেন্দ্রীয় পরীক্ষা- ১৪৪৬ হিজরী, ২০২৫ ঈসায়ীর প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছে। বোর্ডের সভাপতি আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী (দা. বা.) ও বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা আবু সালেহ সা‘দী সাহেবদ্বয়ের হাতে পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আব্দুল বছির, কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল তুলে দেন।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন- জামিয়া নূরে মদীনার শায়েস্তাগঞ্জের নায়েবে মুহতামিম- মাওলানা আব্দুস সালাম, সাবেক নাযিমে তা‘লীমাত- মাওলানা ফয়জুর রহমান, বর্তমান নাযিমে তা‘লীমাত- মাওলানা জয়নুল আবেদীন, সিনিয়র মুহাদ্দিস- মুফতী আখতার হোসাইন, এবং সাউতুল কুরআন মহিলা মাদরাসা শায়েস্তাগঞ্জের মুহতামিম মাওলানা ফারুক আহমদ।

এ বছর প্রকাশিত ফলাফলে বোর্ডের মোট গড় পাসের হার ৭৯.৯৯%।

ছফফে ছামিন (৮ম শ্রেণী) বালক মারহালায় গড় পাসের হার- ৮৭.২৯% ছফফে ছামিন (৮ম শ্রেণী) বালিকা মারহালায় গড় পাসের হার- ৮৫.৪২% ছফফে ছাদিছ (৬ষ্ঠ শ্রেণী) মারহালায় গড় পাসের হার- ৭১.৩০%, ছফফে খামিছ (৫ম শ্রেণী) মারহালায় গড় পাসের হার- ৬০.৪৯%, হিফজুল কুরআন তাকমীল মারহালায় গড় পাসের হার- ১০০.০০%, হিফজুল কুরআন দ্বিতীয়ার্ধ মারহালায় গড় পাসের হার- ১০০.০০%, হিফজুল কুরআন প্রথমার্ধ মারহালায় গড় পাসের হার- ১০০.০০%।

উল্লেখ্য যে, ছফফে ছামিন (৮ম শ্রেণী) বালক মারহালায় মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছে- মোঃ তারেক আহমদ, জামিয়া মাহমুদিয়া হামিদনগর বাহুবল, হবিগঞ্জ দ্বিতীয় স্থান অধিকার করেছে- মোঃ রাকিব আহমদ, জামেয়া ইসলামিয়া দারুস সালাম দোয়াখানী, বানিয়াচং, হবিগঞ্জ এবং তৃতীয় স্থান অধিকার করেছে- হাঃ তরিকুল ইসলাম মাহমুদ, জামিয়া সা‘দিয়া রায়ধর, ফকিরাবাদ, হবিগঞ্জ।

ছফফে ছামিন (৮ম শ্রেণী) বালিকা মারহালায় মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছে- ফাহিমা তাছলীম অপি, সাউতুল কুরআন মহিলা মাদরাসা শায়েস্তাগঞ্জ, দ্বিতীয় স্থান অধিকার করেছে- মোছাঃ তানজিলা আক্তার তারিন, হামিদনগর হযরত উম্মে সালমা রা. বালিকা মাদরাসা, বাহুবল, হবিগঞ্জ এবং তৃতীয় স্থান অধিকার করেছে- মোছাঃ মাসুমা আক্তার তানহা, আনওয়ারে মদীনা মহিলা মাদরাসা, শৈলজুড়া, সুরাবই, হবিগঞ্জ।

ছফফে ছাদিছ (৬ষ্ঠ শ্রেণী) মারহালায় প্রথম স্থান অধিকার করেছে- শাহ মুসলেহ উদ্দীন (মারুফ), জামেয়া ইসলামিয়া আরাবিয়া ইমামবাড়ী, কালিয়ারভাঙ্গা, নবীগঞ্জ, হবিগঞ্জ, দ্বিতীয় স্থান অধিকার করেছে- মোঃ আঃ মতিন, জামিয়া মাহমুদিয়া হামিদনগর, বাহুবল, হবিগঞ্জ এবং তৃতীয় স্থান অধিকার করেছে- মোঃ রুহুল আমীন, জামিয়া মাহমুদিয়া হামিদনগর, বাহুবল, হবিগঞ্জ

ছফফে খামিছ (৫ম শ্রেণী) মারহালায় প্রথম স্থান অধিকার করেছে- উম্মে হাবিবা হামি, আনওয়ারে মদীনা মহিলা মাদরাসা, শৈলজুড়া, সুরাবই, হবিগঞ্জ

হিফজুল কুরআন (তাকমীল) মারহালায় প্রথম স্থান অধিকার করেছে- যথাক্রমে: মোছাব্বির মিয়া, মারকাজুল উলূম আল ইসলামিয়া মাদরাসা, সুলতান মাহমুদপুর, হবিগঞ্জ, ওয়াসিফুর রহমান রাদি, মারকাজুল উলূম আল ইসলামিয়া মাদরাসা, সুলতান মাহমুদপুর, হবিগঞ্জ, মোঃ নাজীব সাদী, পাইকুড়া নূরুন্নেছা নূরানী হাফিজী মাদরাসা, শাকির মোহাম্মদ, চুনারুঘাট, হবিগঞ্জ, মিনহাজুল ইসলাম হুজাইফা, মারকাজুল উলূম আল ইসলামিয়া মাদরাসা, সুলতান মাহমুদপুর, হবিগঞ্জ, মোঃ আবু তালহা, বায়তুল কুরআন নূরানী হাফিজী মাদরাসা, মির্জাপুর, চুনারুঘাট, হবিগঞ্জ, মোঃ আলীম উদ্দিন চৌধুরী, জামিয়া শহীদিয়া পুরানগাঁও, কালিয়ারভাঙ্গা, নবীগঞ্জ, হবিগঞ্জ, মোঃ সিদ্দিকুর রহমান, দারুন নাশাত মাদরাসা এন্ড স্কুল, নতুন বাজার, যাত্রাপাশা, বানিয়াচং, হবিগঞ্জ, মোঃ নাজমুস সাকিব, মারকাযুল হুফফাজ মডেল মাদরাসা শায়েস্তাগঞ্জ, নতুনব্রীজ, চুনারুঘাট, হবিগঞ্জ, দ্বিতীয় স্থান অধিকার করেছে- জাকিনুর রহমান রিয়াদ, জামিয়া শহীদিয়া পুরানগাঁও, কালিয়ারভাঙ্গা, নবীগঞ্জ, হবিগঞ্জ এবং তৃতীয় স্থান অধিকার করেছে- মোঃ রাকিবুল হাসান রিহাব, নছরতপুর দারুচ্ছুন্নাহ মাদরাসা ও এতিমখানা, শরিফাবাদ, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ, মোঃ বুরহান উদ্দিন, জামেয়া ইসলামিয়া আরাবিয়া ইমামবাড়ী, কালিয়ারভাঙ্গা, নবীগঞ্জ, হবিগঞ্জ, মাহমুদুল হাসান, মারকাযুল হুফফাজ মডেল মাদরাসা শায়েস্তাগঞ্জ, নতুনব্রীজ, চুনারুঘাট, হবিগঞ্জ

হিফজুল কুরআন (দ্বিতীয়ার্ধ) মারহালায় প্রথম স্থান অধিকার করেছে- মোঃ মোয়াজ হোসাইন, চান্দপুর দারুচ্ছুন্নাহ নূরানী হাফিজিয়া মাদরাসা, চান্দপুর বাগান, চুনারুঘাট, হবিগঞ্জ, দ্বিতীয় স্থান অধিকার করেছে- মোঃ মাহমুদুল হাসান মারুফ বিল্লাহ, নূরুল উলূম ইসলামিয়া আরাবিয়া মাদরাসা, বড়াইল, চুনারুঘাট, হবিগঞ্জ, এবং তৃতীয় স্থান অধিকার করেছে- যথাক্রমে: মোঃ শাহ ইকরামুল হক মাসরুর, নূরুল উলূম ইসলামিয়া আরাবিয়া মাদরাসা, বড়াইল, চুনারুঘাট, হবিগঞ্জ, মোঃ মামনুন আহমদ, জামেয়া ইসলামিয়া দারুস সালাম দোয়াখানী, বানিয়াচং, হবিগঞ্জ, সুমন আহমদ, তেতৈয়া লুৎফাবাদ জামিয়া কুরআনিয়া মাদরাসা, তেতৈয়া, গোপায়া, হবিগঞ্জ

হিফজুল কুরআন (প্রথমার্ধ) মারহালায় প্রথম স্থান অধিকার করেছে- যথাক্রমে: মোঃ মুজাক্কির রহমান, জামিয়া মাদানিয়া মিসবাহুল উলুম মাদরাসা, কদুপুর, বানিয়াচং, হবিগঞ্জ, মোঃ আরমান আহমদ জিসান, জামিয়া শহীদিয়া পুরানগাঁও, কালিয়ারভাঙ্গা, নবীগঞ্জ, হবিগঞ্জ, মোঃ ফজলে রাব্বী, দারুল উলুম মাদরাসা জলসুখা, আজমিরীগঞ্জ, হবিগঞ্জ, মোশাররফ হুসেন, দারুন নাশাত মাদরাসা এন্ড স্কুল, নতুন বাজার, যাত্রাপাশা, বানিয়াচং, হবিগঞ্জ, দ্বিতীয় স্থান অধিকার করেছে- যথাক্রমে: মোঃ সালমার আহমেদ হাসান, জামিয়া শহীদিয়া পুরানগাঁও, কালিয়ারভাঙ্গা, নবীগঞ্জ, হবিগঞ্জ, জুনাঈদ আহমদ আল মাছুদ, জামিয়া নূরে মদীনা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ, এবং তৃতীয় স্থান অধিকার করেছে- তাওহীদুল ইসলাম সাফওয়ান, জামিয়া নূরে মদীনা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ

কওমী মাদরাসা বোর্ড হবিগঞ্জ-এর ১৩তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ফলাফল দেখতে নিচের লিঙ্কে ভিজিট করুন:

ব্যাক্তিগত: https://result.kowmimbh.com

মাদরাসাওয়ারী: https://result.kowmimbh.com/madrasa

arrow_upward