বোর্ডের পরিচিতি

বোর্ডের পরিচিতি

কওমী মাদরাসা বোর্ড হবিগঞ্জ-এর পরিচিতি

মহান আল্লাহ্ তায়া’লা প্রত্যেক মুসলমানের উপর ইসলামী জীবন যাপনের প্রয়োজনীয় শিক্ষাকে ফরয করে দিয়েছেন। ‎‎কিন্তু শিক্ষক ব্যতীত কেউ নিজের একক প্রচেষ্টায় শিক্ষা অর্জনে সফল হতে পারে না। তাই ইসলামের সূচনাকাল ‎থেকেই ছাত্র ‎শিক্ষকের মধ্যকার গভীর সু-সম্পর্কের ধারা চলে আসছে। আর সারা বিশ্বে গড়ে উঠেছে অগণিত মাদরাসা ‎ও শিক্ষা প্রতিষ্ঠান। ‎এ সমস্ত মাদরাসা একই চিন্তা চেতনার ভিত্তিতে পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তা উপলদ্ধি ‎করত: কোন না কোন বোর্ডের ‎অধীনে পরিচালিত হওয়ার প্রক্রিয়াও চলে আসছে অনেক পূর্ব থেকেই। সেই সূত্রে ‎আমাদের বাংলাদেশেও আঞ্চলিকভাবে বিভিন্ন ‎কওমী মাদরাসা বোর্ড গড়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় “কওমী মাদরাসা ‎বোর্ড হবিগঞ্জ” গঠিত হয়েছে।‎

‎জেলার কওমী মাদরাসা গুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা, ইসলামী শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদেরকে ‎মানবজাতির ‎উত্তম সেবক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে ২০১২ ঈসাব্দে আল্লামা আবদুল মুমিন শায়খে পুরানগাঁও রহ. এর ‎‎পৃষ্টপোষকতায় ও আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী দা. বা. এর সভাপতিত্বে প্রায় ৩০টি মাদরাসা নিয়ে অত্র বোর্ডের ‎যাত্রা শুরু ‎হয়। হাটি-হাটি পা-পা করে অত্র বোর্ড স্বীয় লক্ষ্যপানে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। বর্তমানে বোর্ডের ‎অধীনে ইলহাকভূক্ত ‎শতাধিক মাদরাসা রয়েছে।‎

সুষ্ঠুভাবে বোর্ড পরিচালনার জন্য সংবিধান প্রণয়ন করা হয়েছে। মাদরাসা গুলির হিসাব সংরক্ষণের জন্য জমা-খরচ ‎বহি, ‎‎বেতন বিলি বহি, শিক্ষক ও ছাত্র/ছাত্রী হাজিরা খাতা ছাপানো হয়েছে। ভবিষ্যতে বোর্ডের নিজস্ব নেসাবনামা ‎তৈরী, শিক্ষক ‎প্রশিক্ষণ ব্যবস্থাসহ বিভিন্ন পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। লেখা-পড়ার মানোন্নয়নের লক্ষ্যে মেধা তালিকা ‎ও মুমতায প্রাপ্ত ‎ছাত্রদেরকে প্রতি বছর পুরস্কার বিতরনী অনুষ্ঠান করে পুরস্কার দেয়ার উদ্যোগ গ্রহন করা হয়েছে। ‎অপরদিকে জাতীয় ও ‎আর্ন্তজাতিক ইস্যুতে কওমী মাদরাসা বোর্ড পিছিয়ে নেই। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ইসলাম ও ‎মুসলমানের বিরুদ্ধে যে কোন ‎আগ্রাসী হামলার প্রতিবাদে অত্র বোর্ড সর্বদা সোচ্চার।‎

আপনাদের দোয়া ও সার্বিক সহযোগিতা শামিলে হাল থাকলে বোর্ড তার অভীষ্ঠ লক্ষ্যে পৌঁছবে ইন-শা-আল্লাহ।‎

arrow_upward